কম্পিউটারের সুরক্ষা নিয়ে আর ভাবনা নয়, ইন্সটল করে নিন অন্যতম সেরা এন্টিভাইরাস অফিসিয়াল লাইসেন্স সহ একদম বিনামূল্যে

আসসালামু আলাইকুম, টেক জনগণ আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি।

আজকে আমি কথা বলব একটি এন্টিভাইরাস নিয়ে।
আমরা এখন মোটামুটি সবাই ইন্টারনেট ব্যবহার করি যারা কম্পিউটার ব্যবহার করি আর কি।
কিন্তু আমাদের সবার pc কনফিগারেশন এক নয়। অর্থাৎ আমাদের সবার ল্যাপটপ বা কম্পিউটার অনেক দামি বা এক কোয়ালিটি সম্পূর্ণ নয়।

এই কথাগুলা এই কারণে বলছি কারণ,  এখন বাজারে অনেক ভালো ভালো এন্টিভাইরাস রয়েছে।  যা একদম সহজ লোভ্য হয়ে গেছে এখন।
কিন্তু আমার মত গরিব লোক যারা পুরোনো দিনের পিসি বা ল্যাপটপ ব্যবহার করে,  তাদের জন্য এইসব এন্টিভাইরাস মানে আধুনিক যুগের যুগে এন্টিভাইরাস সাপোর্ট নাও করতে পারে।
কথাটা এরকম না যে সাপোর্ট করবেই না,  অবশ্যই করবে তারা সেভাবে এগুলো তৈরি করে উইন্ডোজের উপর বেস করে।  কিন্তু সঠিক ভাবে কাজ করে না।

আর একটা বড় ব্যাপার হচ্ছে এগুলো যথেষ্ট ব্যয়বহুল,  সেই পুরনো ল্যাপটপের জন্য ওইগুলা কি নিয়ে ব্যবহার করা,  বুঝিনি তো নিজের নিরাপত্তা যতই যাক। কিন্তু আমরা এক টাকা খরচ করব না কারণ এটা পুরনো।

এইসব ল্যাপটপ বা পিসি এর জন্য,  একটা ছোটখাটো বলেন বা পেইড(নামমাত্র মূল্য) বলেন একটা এন্টিভাইরাস হলে ভালই হয়।
এরকমই একটি এন্টিভাইরাস হলো Webroot Secure Anywhere.
জেনে অবাক হবেন এটি অবশ্যই পেইড ভার্সন অ্যাপটি এন্টিভাইরাস।  তবে তাদের গিভওয়ে এখন আপনি যদি,  আপনার কম্পিউটার বা ল্যাপটপে প্রথম ওয়েব ইনস্টল দেন।
তাহলে পেয়ে যাচ্ছেন 180 দিনের জন্য সম্পূর্ণ লাইসেন্স একদম বিনামূল্যে।
হ্যাঁ একদম বিনামূল্যে।

আসেন দেখি এই সফটওয়্যার এর কি কি ফিচার রয়েছে বাকি কি কাজ করবেঃ

১. অতি দ্রুত আপনার ফাইলগুলো স্ক্যান করবে এবং দেখবে কোথাও কোন সমস্যা আছে কিনা।

 

২. কোথাও কোনো ভাইরাস দ্বারা সংক্রমিত আছে কিনা আপনার একটা কম্পিউটার সেগুলো একদম খতিয়ে দেখবে।

৪. একটি ফ্রি ফ্রি পাসওয়ার্ড ম্যানেজার পেয়ে যাবেন এটার সাথে।

৫. ওয়েব রুট ওয়েব এক্সটেনশন রয়েছে যেখানে যেকোনো ব্রাউজারে আপনি এড করে দিতে পারবেন।

৬. এই সফটওয়্যার ইনস্টল দেয়ার পর আপনার নেট ব্রাউজিং হবে আরো নিরাপদ।

দেখুন আমি খুব করে বলতেছি না যে সফটওয়্যার  অনেক নিরাপদ এবং হাই সিকিউরিটি বেজ। অন্য সকল সফটওয়্যার এর সাথে তুলনা করে বলতেছি না এটা ঐগুলার থেকে অনেক ভালো বা বেশি ভালো। তবে হ্যাঁ এটা যথেষ্ট ভালো  তাদের জন্য যাদের ছোটখাটো একটা এন্টিভাইরাস দরকার এটা ভালো হবে। 

 

দেখুন আমার 180 দিনের লাইসেন্স একটিভ হয়ে গেছে আমার কি, ও দেখা যাচ্ছে।  পরবর্তীতে আপনি চাইলে রিনিউ করে নিতে পারেন যদি আপনার দরকার হয়।

লাইসেন্স পাওয়ার শর্তঃ
১. যেহেতু গিভওয়ে চলছে তাই, দ্রুত করুন লাইসেন্স টি সংগ্রহ করুন। 

২. অবশ্যই এটি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে প্রথমবার ইন্সটল করতে হবে তবেই এই লাইসেন্সটি পাবেন। 

এটি অনেক ছোট একটি সফটওয়্যার আপনার সেরকম কোন প্রেসার ও পরবে না। আপনার ল্যাপটপে।  আশা করি ব্যবহার করে ভালো লাগবে।

তো এই পেইড সফটওয়্যারটি ব্যবহার করুন আজকের মত এখানেই শেষ করছি।

আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আপনারা বিভিন্ন সাবস্ক্রিপশন সুলভ মূল্যে কিনতে পারবেন এবং অনেক ফ্রী অফার পাবেন।

Leave a Comment