মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করুন সহজেই এবং জানুন তার ছবি নাম ও ঠিকানাসহ।

মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা

চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজেই , মোবাইল নাম্বার দিয়ে বের করবেন, যেকারোর ছবি , নাম ও ঠিকানা এছাড়া আরও তথ্য চলুন পর্যয় ক্রমে দেখো নওয়া যাক কিভাবে করবেন।

এই এপস এ আপনি কি কি সুবিধা পাবেন।

কেন আমি এই অ্যাপস ব্যবহার করছি এবং আপনিও ব্যবহার করবেন।

  • মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করা যায়( যেমন ব্যক্তির নাম, ছবি, অ্যাড্রেস,  ব্যক্তি কি করে বা তার পেশা কি, যদি ইন্টারনেটে তার কোন ওয়েবসাইট থাকে  ইত্যাদি)
  •  পরিচয় বের করা নথিপত্র প্রিন্ট করে রাখতে পারবেন।
  • হোয়াটসঅ্যাপের নাম্বার সেভ না করে এই অ্যাপের মাধ্যমে মেসেজ দিতে পারবেন বা কল দিতে পারবেন।
  • বাংলাদেশের ইমার্জেন্সি মোবাইল নাম্বার গুলো দেখতে পারবেন।
  •  বাংলাদেশের কৃষি কল সেন্টার নাম্বার গুলো  দেখতে পারবেন।
  •  বাংলাদেশের হসপিটাল গুলোর নাম্বার দেখতে পারবেন।
  •  বাংলাদেশের ফায়ার সার্ভিস মোবাইল নাম্বার গুলো দেখতে পারবেন।
  •  এছাড়াও আপনি গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার গুলো এই অ্যাপসে পাবেন।
  •   বাংলাদেশে সকল থানার ওসির নাম্বার গুলো পাবেন।
  •  এবং মুসলিমদের বড় মসজিদ গুলোর স্থান ও লোকেশন পাবেন।
  •  এছাড়াও এই অ্যাপের মাধ্যমে কিউআর কোড দিয়ে স্ক্যান করতে পারবেন যা ভিকটিমের পরিচয় বের হবে।
  • এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনি এই অ্যাপটি ব্যবহার করলে বুঝতে পারবেন।

প্রথমে নিচের লিংক থেকে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করার এপস টি ডাউনলোড করে নিন।

Download App(Old Version)

Download App(Update Version)

এপসটি ডাউনলোড করুন, তারপর নিচের ছবির মতো থাপে ধাপে করতে থাকুন।

 

 

তারপর open করুন।

 

তারপর নিচের মতো করুন।

 

এখানে আপনি যে নম্বার লিখবেন তার নাম, ছবি , চলে আসবে।

 

যদি আপনি আরও বিস্তারিত দেখতে চান, তাহলে তার নাম বা ছবির উপর ক্লিক করবেন।

 

নিচে দেখুন।

 

নিচের মতো আসবে।

 

এখানে দেখুন সব কিছু চলে এসেছে , সেই নাম্বার এর। আপনি যদি প্রিন্ট করতে চান, তাহলে নিচের মতো ক্লিক করুন।

এছাড়াও এখান থেকে আপনি এই নাম্বারের সবকিছু Print করে রাখতে পারবেন, পুলিশ যেভাবে মোবাইল নাম্বার দিয়ে পরিচয় বের করে রাখে।

এছাড়াও  QR করতে পারবেন,  DOwnload করে রাখতে পারবেন, Call করতে পারবেন, Message করতে পারবেন,এছাড়াও আপনি whatsapp message করতে পারবেন।

 

 

DOwnload করে রাখতে পারবেন

 

এভাবে।

 

অনেকেই বলেন ভাই কিভাবে মোবাইল নাম্বার সেভ না করে whatsapp message করবো, তাদের জন্য এই এপসটি অত্যন্ত কার্য করি একটি এপস, নাম্বার টাইপ করে নিচের মতো অপশনে ক্লিক করুন।

 

দেখুন নিচের মতো whatsapp দেখতে পাবেন, ওখানে ক্লিক করুন তাহলে আপনি সেভ না করে যে কাউকে ম্যাসেজ করতে পারবেন।

 

এছাড়াও এই এপস এর আরও অনেক মজা রয়েছে, চলুন তা দেখে আসা যাক।

 

দেখুন এই এপস,

এখানে আপনি 

  • ব্লাড ডোনারদের মোবাইল নাম্বার পাবেন

আমাদের দৈনন্দিন জীবনে যে কারোর যে কোন মুহূর্তে রক্ত প্রয়োজন হতে পারে আর এ কথা মাথায় রেখে এই আপে আমি দেখেছি অনেক ব্লাড ডোনার বা রক্তদাতা নাম ও মোবাইল নাম্বার রয়েছে যা আমার কাছে খুবই ভালো লেগেছে.

  • বাংলাদেশে সকল ইমারজেন্সি মোবাইল নাম্বার গুলো পাবেন।

আমাদের অনেক সময় দেখা গেছে বিভিন্ন মোবাইল নাম্বার প্রয়োজন হয় যার জন্য আমরা ইন্টারনেটে সার্চ দিয়ে থাকি কিন্তু কেমন হবে সেই সময় যদি আপনার মোবাইলের এমবি না থাকে এজন্য আপনি গ্রামীনসিমে ফ্রি ইন্টারনেট চালাতে পারেন,   এখানে আমি দেখতে পেয়েছি ন্যাশনাল ইমারজেন্সি সার্ভিস মোবাইল নাম্বার, কৃষি কল সেন্টার মোবাইল নাম্বার, হসপিটাল মোবাইল নাম্বার, ফায়ার সার্ভিস মোবাইল নাম্বার, অল মারকাজুল ইসলাম অ্যাম্বুলেন্স সার্ভিস মোবাইল নাম্বার, অ্যাপোলো হসপিটাল ঢাকা মোবাইল নাম্বার, জাতীয় মহিলা সংস্থা মোবাইল নাম্বার,  তিতাস গ্যাস ট্রান্সমিশন মোবাইল নাম্বার, নারী ও শিশু নির্যাতন মোবাইল নাম্বার, কৃষক বন্ধু ফোন সেবা মোবাইল নাম্বার,   বিটিসিএল কল সেন্টার এর নাম্বার, সরকারি আইনগত সহায়ক নাম্বার, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন মোবাইল নাম্বার, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন মোবাইল নাম্বার বাংলাদেশ ব্যাংকের গ্রাহক মোবাইল নাম্বার ইউনিয়ন পরিষদ হেল্পলাইন নাম্বার, ব্যাংকিং সমস্যা মোবাইল নাম্বার, হেল্পলাইন নাম্বার, জাতীয় পরিচয় পত্র মোবাইল নাম্বার,  দুর্যোগের আগাম বার্তা জানার জন্য টোল ফ্রি নাম্বার, সুখী পরিবার কল  মোবাইল নাম্বার, দুর্নীতি দমন কমিশন মোবাইল নাম্বার এছাড়াও রয়েছে বিভিন্ন গ্যাস কোম্পানির মোবাইল নাম্বার.

  • বাংলাদেশের বড় বড় মসজিদ গুলোর স্থান ও নাম সমূহ.

এখানে আমি দেখতে পেয়েছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ মসজিদ সমূহ নাম ও ছবি যা দেখে আমি সেখানে ভ্রমণ করতে পারব ইনশাআল্লাহ.

  • বাংলাদেশের সকল থানা ,সকল হসপিটাল ,সকল ফায়ার সার্ভিস.

এখানে আমি আরো দেখতে পেয়েছি বাংলাদেশের সকল থানার ওসির নাম্বার সমূহ যা আমার বিপদের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে.

 

নিচে দেখুন

 

নিচে দেখুন

 

নিচে দেখুন

 

এই অ্যাপটি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে চালাতে পারবেন, এবং আপনার মত করে বিভিন্ন কিছু এড করতে পারবেন এবং ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে এর ফিউচার আরো অ্যাড হবে আশা করছি, বাংলাদেশের এমন অ্যাপ তৈরি করার জন্য  আমার পক্ষ থেকে তাদেরকে শুভকামনা ও Trickbd এর পক্ষ থেকে অবিরাম ভালবাসা রইল.  এই অ্যাপটি আমি নিজে ব্যবহার করছি আপনারাও ব্যবহার করতে পারেন ।

Leave a Comment